West Bengal Weather : ঘনাল কালো মেঘ, তুমুল নামবে বৃষ্টি, শনি-রবি প্রকৃতির তাণ্ডব অবশেষে?

কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি দেখা যায়নি বললেই চলে। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা কাটতে পারে।

দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি

1/9
বাংলায় বর্ষা প্রবেশ করা ইস্তক বড় খামখেয়ালি। নির্ধারিত সমস্যায় ভাসছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টি চলছে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ পার্বত্য সবকটি জেলাতেই।
2/9
কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি দেখা যায়নি বললেই চলে। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা কাটতে পারে। শুক্রবার সকাল থেকেই দেখা গেল আকাশের মুখ ভার।
3/9
তবে আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুসারে আজ, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই । তবে তা মোটেই ভারী বৃষ্টি নয়।
4/9
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। সেই নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
5/9
রবিবার একুশে জুলাই। কলকাতায় বড় সভা তৃণমূলের। সেই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
6/9
আজ, শুক্রবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমই। শনি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও।
7/9
এরই মধ্যে পাহাড়ে বৃষ্টির বিরাম নেই। বৃষ্টি কিছুটা কমলেও,আপাতত থামার দিশা নেই উত্তরের ৫ জেলায়। ভয়াল রূপ নিচ্ছে তিস্তা। ভাঙছে রাস্তা। নামছে ধস।
8/9
পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। পাহাড়ি এলাকায় ধসও নামে। প্রভাবিত হয় জনজীবনও।
9/9
তবে চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হয়েছে। কমেছে বৃষ্টির পরিমাণ। Pic : পিটিআই
Sponsored Links by Taboola