Weather Update : শক্তিশালী হয়েছে নিম্নচাপ, ৭ জেলায় তুমুল বর্ষণ, উথাল-পাথাল সাগর, বড় আপডেট আবহাওয়ার

Kolkata Weather Today : আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে।

বড় আপডেট আবহাওয়ার

1/8
শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে কি এবার টানাই চলবে ধারাপাত ?
2/8
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। যার জেরে ভারী বৃষ্টি না হলেও রবিবার অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
3/8
আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে। শনিবার সকালে পুরীর কাছাকাছি ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ।
4/8
পরবর্তী ২৪ ঘন্টায় শক্তিক্ষয় করে অবস্থান করবে ছত্তীসগঢ়ে। এই নিম্নচাপের প্রভাবেই বঙ্গে উত্তাল থাকবে সমুদ্র।
5/8
৪৫ থেকে ৫৫ এমনকী ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
6/8
রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
7/8
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও।
8/8
একুশে জুলাই অর্থাৎ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
Sponsored Links by Taboola