Weather Update: শীতের পথে বাধা হতে পারে কি ঘূর্ণিঝড় ? আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
কোন পথে ঘূর্ণিঝড়ের অভিমুখ ? কতটা প্রভাব পড়তে পারে বাংলায় ? সপ্তাহান্তে শহরের তাপমাত্রা কেমন থাকবে ? গোটা রাজ্যের আবহাওয়ায় প্রভাব পড়বে কি ? যাবতীয় বিষয় নিয়ে খবর জানাল আবহাওয়া দফতর। দেখুন একনজরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। তবে বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও, নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে।
পূর্বাভাস মিলিয়েই ২৭ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। IMD সূত্রে খবর, আজ কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়ার্স থেকে ২৮ ডিগ্রি সেলসিয়ার্সের মধ্যে ঘোরাফেরা করছিল।
তবে আগামীকাল খুব সামান্যই পরিবর্তন হবে। আগামীকাল কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়ার্স থেকে ২৭ ডিগ্রি সেলসিয়ার্সের মধ্যে চলাফেরা করবে।
IMD সূত্রে খবর, এদিন শহর কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার বদল ধরা পড়ে বিকেলে। এদিন সকাল থেকে বিকেলের দিকে কিছুটা হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম ছিল।
আজ সকালের দিকে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। বিকেল সাড়ে ৫ টায় তা কিছুটা বেড়ে গিয়ে ৬৪ শতাংশে পৌঁছয়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে।
শুক্রবার রাত ৮ টা ৫৭ মিনিট নাগাদ পোস্ট করা IMD এর খবর অনুযায়ী, ঘর্ণীঝড় ফেনজল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। গত ৭ ঘণ্টায় যার গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ১৫ কিমি।
IMD বুলেটিনের তথ্য অনুযায়ী, ত্রিঙ্কোমালির থেকে ৩৩০ কিমি উত্তর-উত্তর পূর্বে ছিল। নাগাপত্তিনামের ২৩০ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থান করছিল। পণ্ডিচেরি থেকেও যার দূরত্ব ছিল প্রায় একই।
IMD সূত্রে খবর, এটি সম্ভবত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামীকাল ৩০ নভেম্বর বিকেলে প্রতিঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগ নিয়ে করাইকাল এবং মহাবলিপুরমের মধ্য দিয়ে তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে প্রবেশ করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -