West Bengal Weather : মোকার অবস্থানটা এখন ঠিক কোথায় ? বঙ্গের আকাশে আশঙ্কার মেঘ ?
অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। এই ঝড় কি ফের ফের তছনছ করবে বঙ্গের উপকূল ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহবিদরা বলছেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। অনুমান ঠিকঠাক হলে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে।
এরপর ১৪ মে দুপুরের দিকে সিটওয়ে (মিয়ানমার) এর কাছাকাছি কক্সবাজার (বাংলাদেশ) এবং কিউকপিউ (মায়ানমার) এর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ।
এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সর্বাধিক১৫০ -১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে আছড়ে পড়বে। গতি বাড়তে পারে ১৭৫ কিমি প্রতি ঘণ্টা অবধি।
আবহবিদদের ধারণা, পশ্চিমবঙ্গের উপকূলে তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়। এখনও পর্যন্ত ঘূর্ণঝড়ের গতিবিধি বলছে ফণী বা আম্ফানের মতো প্রভাব মোটেও পড়বে না বঙ্গে। বড় জোর বৃষ্টি হতে পারে।
তবে ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার এসে পৌঁছেছে NDRF-এর ২৫ জনের একটি দল। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম।
পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি স্থানীয় প্রশাসন, জানিয়েছেন গোসাবার বিডিও।
শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -