West Bengal Weather : মোকার অবস্থানটা এখন ঠিক কোথায় ? বঙ্গের আকাশে আশঙ্কার মেঘ ?

আবহবিদরা বলছেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা।

West Bengal Weather : মোকার অবস্থানটা এখন ঠিক কোথায় ? বঙ্গের আকাশে আশঙ্কার মেঘ ?

1/8
অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। এই ঝড় কি ফের ফের তছনছ করবে বঙ্গের উপকূল ?
2/8
আবহবিদরা বলছেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। অনুমান ঠিকঠাক হলে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে।
3/8
এরপর ১৪ মে দুপুরের দিকে সিটওয়ে (মিয়ানমার) এর কাছাকাছি কক্সবাজার (বাংলাদেশ) এবং কিউকপিউ (মায়ানমার) এর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ।
4/8
এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সর্বাধিক১৫০ -১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে আছড়ে পড়বে। গতি বাড়তে পারে ১৭৫ কিমি প্রতি ঘণ্টা অবধি।
5/8
আবহবিদদের ধারণা, পশ্চিমবঙ্গের উপকূলে তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়। এখনও পর্যন্ত ঘূর্ণঝড়ের গতিবিধি বলছে ফণী বা আম্ফানের মতো প্রভাব মোটেও পড়বে না বঙ্গে। বড় জোর বৃষ্টি হতে পারে।
6/8
তবে ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার এসে পৌঁছেছে NDRF-এর ২৫ জনের একটি দল। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম।
7/8
পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি স্থানীয় প্রশাসন, জানিয়েছেন গোসাবার বিডিও।
8/8
শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
Sponsored Links by Taboola