Weather Update: প্রবল বর্ষণ উত্তরে, ভাসবে দক্ষিণবঙ্গও, মিটবে বৃষ্টির ঘাটতি?

West Bengal Rain Alert: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। কোন জেলায় কেমন আবহাওয়া?

ফাইল ছবি

1/10
চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে এদিনও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে।
2/10
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রযেছে নিম্নচাপ অক্ষরেখা।
3/10
দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে।
4/10
উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
5/10
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
6/10
শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং-এই দুই জেলাতে।
7/10
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
8/10
আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
9/10
যদিও দক্ষিণবঙ্গে এখনও বহাল বৃষ্টির ঘাটতি। সেই ঘাটতি এখনও প্রায় ৪২ শতাংশ। অগাস্ট এবং সেপ্টেম্বরের বৃষ্টি এই ঘাটতি অনেকটা কমে যাবে বলে পূর্বাভাস। শেষ পর্যন্ত সেই ঘাটতি ১১ থেকে ১৫ শতাংশ থেকে যেতে পারে।
10/10
উত্তরে ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৪৬ শতাংশ অতিবৃষ্টি। সেই বৃষ্টির প্রবণতা এই মাস এবং সেপ্টেম্বরে আর খুব বেশি বাড়বে না। এই বছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
Sponsored Links by Taboola