Weather Forecast: থামল বৃষ্টি, নামল পারদ; বঙ্গে ফের হাওয়া বদল
আবহাওয়ার মেজাজ বদল। বৃষ্টি থামার পর ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা। তবে শীতের আমেজ ফিরলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ও সপ্তাহান্তে শুক্রবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।
রাতের তাপমাত্রা সামান্য কমল। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হালকা কুয়াশা সকালের দিকে। যদিও বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। তুষারপাত হবে, দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।
সকালের দিকে সামান্য কুয়াশা, আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
মেঘলা আকাশ বৃষ্টিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে। থাক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামলেও প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -