West Bengal Heat Wave : সপ্তাহশেষে ভয়ঙ্কর হবে গরম, ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি বঙ্গে
Heat Wave Red Alert In 6 districts : আজ ও কাল ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, সব সরকারি হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য ২ করে বেড বরাদ্দ রাখার নির্দেশ
৬ জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি বঙ্গে ( ছবি পিটিআই )
1/8
আবহাওয়া দফতরের বড় ঘোষণা। আজ ও কাল ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সব সরকারি হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য ২ করে বেড বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হল।
2/8
সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগকে প্রস্তত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এমন তাপপ্রবাহ চলবে। আপাতত আরও দুদিন এমনই উত্তুঙ্গ তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতিই থাকবে।
3/8
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা হবে তীব্র। তাপপ্রবাহ চলবে শনি ও রবিবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সব জেলা তাপপ্রবাহ থেকে রেহাই পাবে না।
4/8
গতকালের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তীব্র তাপপ্রবাহ বজায় রইল শনিবারও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে এগুলি স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রইল।
5/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিনে তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২ দিন স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে। পরবর্তী ৩ দিন ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকতে পারে।
6/8
আজ ও আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলাতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।
7/8
২২ ও ২৪ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
8/8
প্রবল গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতার তাপমাত্রা ৪২ ছাড়াতে পারে, বইতে পারে লু। দক্ষিণবঙ্গে আরও ২ দিন একই পরিস্থিতি বজায় থাকবে।
Published at : 20 Apr 2024 05:32 PM (IST)