West Bengal Weather: উত্তরের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রবল গরম; কবে ঢুকবে বর্ষা?

Weather Update: বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। আগামীকাল একাধিক জেলায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা।

ছবি সৌজন্যে- PTI

1/10
চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। কখনও কয়েক ফোঁটা বৃষ্টি হলেও তাতে কাটছে না অস্বস্তি। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি।
2/10
স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। 
3/10
বুধবার মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
4/10
পাশাপাশি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 
5/10
বৃহস্পতিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 
6/10
বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে। 
7/10
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়। মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8/10
এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া সহ উত্তরবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিঙে। 
9/10
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10/10
উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।
Sponsored Links by Taboola