Weather Alert: দক্ষিণে আরও তীব্র হবে দহনজ্বালা? কতদিন চলবে এই তাপপ্রবাহ?
উত্তরে বৃষ্টি, দক্ষিণে দহন-জ্বালা। বইবে লু, রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় পারদ উঠেছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬।
কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আপাতত বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।
এর মধ্যেই সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টি হলেও, গরম আর অস্বস্তি একই থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার-মঙ্গলবার দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজকে পরামর্শ দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -