West Bengal Weather : ঝমঝমিয়ে বৃষ্টি, কড়কড় বাজ, শনিবার কোন কোন জেলায় আবহাওয়া দুর্যোগময়?

Kolkata Weather Update

শনিবার কেমন থাকবে আবহাওয়া ?

1/8
অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব স্পষ্ট। শুক্রবার সারাদিনই আকাশের মুখ ভার। কলকাতা সহ বিভিন্ন জেলাতেই বৃষ্টি চলবে আজ ও কাল।
2/8
অন্যদিকে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ধসের সম্ভাবনা আরও প্রবল হয়েছে । আগামী সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে।
3/8
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ও কাল শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।
4/8
দক্ষিণবঙ্গে শুক্রবার মেঘলা আকাশ থাকবে। সারাদিনই ঝিরঝিরে বৃষ্টি চলবে। দু এক পশলা মাঝারি বৃষ্টি চলবে সব জায়গাতেই। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে ৪৮ ঘন্টা।
5/8
শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে।
6/8
শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বছর বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
7/8
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। ১৭ই জুলাই থেকে ফের বৃষ্টির বাড়ার সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
8/8
কলকাতায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
Sponsored Links by Taboola