West Bengal Weather : উত্তাল সমুদ্র, আকাশ কালো করে বৃষ্টি, কতটা দুর্যোগের মুখে পড়তে পারে সুন্দরবন ?
বঙ্গোপাসগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। আগামীকাল সকালে ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর প্রভাবে আজ ও কাল রাজ্যের বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে ভারী বৃষ্টি।
শনিবার সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে 'মিধিলি'।
নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। সকাল থেকে আকাশের মুখ ভার।
দফায় দফায় বৃষ্টি নামে কাকদ্বীপ নামখানায়। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -