West Bengal Weather : আজ-কালের মধ্যেই বাংলায় বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা ! কোন জেলায় কতটা বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা।
কোন জেলায় কতটা বৃষ্টি?
1/8
উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাকবর্ষার বৃষ্টি। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ই জুন। এবার বাংলায় কিছুটা দেরিতে বর্ষার আগমন ঘটবে।
2/8
দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা এখনও জানায়নি আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে । ১৫ই জুন পর্যন্ত ভারী বর্ষণের ইঙ্গিত আবহাওয়া দফতরের।
3/8
আগামী ২৪ ঘন্টায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একটু বেশি থাকবে । তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
4/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা।
5/8
২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারস, জলপাইগুড়ির কিছু অংশে।
6/8
প্রাকবর্ষার বৃষ্টি শুরু হলে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কয়েকটি জেলায়। যেমন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে।
7/8
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
8/8
সোম ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।
Published at : 12 Jun 2023 04:02 PM (IST)