West Bengal Weather: ১৩ বছরে রেকর্ড পারদপতন, দার্জিলিংয়ে দেড় ডিগ্রি ! আর কত নামবে কলকাতার তাপমাত্রা?
হিমেল হাওয়া কাঁপন ধরাল উত্তর থেকে দক্ষিণে। নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, ঠান্ডার তীব্রতা কতটা, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়।
Continues below advertisement
আর কত নামবে কলকাতার তাপমাত্রা?
Continues below advertisement
1/7
উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম, সকাল থেকে একাধিক জেলা ছিল ঘন কুয়াশার চাদরে মোড়া।
2/7
ভোর থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সূর্যের দেখা নেই। তিরতির করে ধেসে আসা ঠান্ডা হাওয়া। মঙ্গলবারের শীতে একেবারে জবুথবু দশা কলকাতার।
3/7
গত এক দশকে রেকর্ড পারদ পতনের সাক্ষী হল মহানগর! কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি কম।
4/7
হিমেল হাওয়া কাঁপন ধরাল উত্তর থেকে দক্ষিণে। নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, ঠান্ডার তীব্রতা কতটা, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়।
5/7
জানুয়ারিতে শীতে জবুথবু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Continues below advertisement
6/7
দার্জিলিঙের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে দেড় ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
7/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করার কথা, যা স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৭ ডিগ্রি কম।
Published at : 06 Jan 2026 04:29 PM (IST)