West Bengal Weather News : এই সপ্তাহেই শুরু জ্বালাপোড়া গরম ! লাফিয়ে লাফিয়ে বাড়বে পারদ! এরই মাঝে স্বস্তির খবর
সোমবারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতে।
লাফিয়ে লাফিয়ে বাড়বে পারদ! এরই মাঝে স্বস্তির খবর
1/8
কলকাতায় সকাল থেকে মেঘ-রোদের খেলা চলছে। এই সপ্তাহ থেকে তাপমাত্রা ফের বাড়বে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা কি একেবারেই নেই ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
2/8
সপ্তাহশেষে পশলা পশলা বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
3/8
রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে কোথাও থেকেই মুষলধারায় বৃষ্টির খবর মেলেনি।
4/8
সোমবার আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিনের স্বস্তিদায়ক আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত থাকবে স্পষ্ট । মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে।
5/8
সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এই সপ্তাহের শেষে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহবিদদের।
6/8
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিনের মধ্যে সর্বোচ্চ দিন তাপমাত্রা ধাপে ধাপে ৪–৬°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই.
7/8
৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই
8/8
তাপমাত্রার পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিনের মধ্যে সর্বোচ্চ দিন তাপমাত্রা ধাপে ধাপে ৩-৫°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
Published at : 21 Apr 2025 07:31 AM (IST)