West Bengal Weather: বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, প্রবল বৃষ্টির পূর্বাভাস; এই জেলাগুলিতে জারি সতর্কতা
Weather Update: উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। দুর্যোগের আশঙ্কা কোথায়?
ছবি সৌজন্যে - PTI
1/10
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাসের পূর্বাভাসও।
2/10
আজ মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস।
3/10
বুধবার ও বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
4/10
উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
5/10
আজ মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।
6/10
বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।
7/10
শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
8/10
কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলবে। বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে।
9/10
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমিটার।
10/10
নিম্নচাপের প্রভাবে উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Published at : 01 Jul 2025 12:19 PM (IST)