West Bengal Weather: জুনের শেষে ফের নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার এই জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস
Rain Forecast: দক্ষিণবঙ্গে রবিবার মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়বে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ছবি সৌজন্যে - PTI
1/10
সোমবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল থাকায় রবিবার থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
2/10
দক্ষিণবঙ্গে রবিবার মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়বে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলারতে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
3/10
সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এই জেলাগুলিতে জারি করা হয়েছে দুর্যোগের কমলা সতর্কতা।
4/10
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
5/10
মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি না থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
6/10
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে।
7/10
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ওপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
8/10
সোমবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।
9/10
বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে।
10/10
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে।
Published at : 29 Jun 2025 11:00 AM (IST)