West Bengal Weather : মহালয়ার ভোর হবে ঝকঝকে নাকি ভোগাবে দুর্যোগ? জানাল আবহাওয়া দফতর
পুজোর কয়েকদিন ঝকঝকে আকাশ থাকবে কিনা, জানাল আবহাওয়া দফতর ?
মহালয়ার ভোর হবে ঝকঝকে?
1/6
পুজো আসতে আর বাকি মাত্র ৯ দিন। কিন্তু কয়েকদিন আগে পর্যন্তও আকাশ ঘেরা ছিল বর্ষার মেঘে। তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি।
2/6
তবে দিন কয়েক হল বৃষ্টির দাপট কমেছে। আপাতত দেখা মিলছে শরতের রোদের। সবার মনে একটাই প্রশ্ন , পুজোয় বৃষ্টি হবে ?
3/6
পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন-চার দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
4/6
IMD র ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ১০ থেকে ১৬ তারিখ অবধি কলকাতায় বৃষ্টি হবে না। ঝকঝকে আকাশই থাকবে দিনভর।
5/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে। পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশই থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
6/6
তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং- কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং জলপাইগুড়ি ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
Published at : 11 Oct 2023 07:51 AM (IST)