West Bengal Weather : আর কত বাড়বে শহরের তাপমাত্রা, পয়লা বৈশাখেই জানিয়ে দিল আবহাওয়া দফতর
চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিনে এই কষ্ট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত।
এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর। নতুন করে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা না বাড়লেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী চার-পাঁচ দিন।
বেলা বাড়লেই লু বইছে। আগামী চার পাঁচ দিন এইরকম পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুকনো গরম এবং অস্বস্তিকর গরম হাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি বেশি।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।
আপাতত চার পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বুধবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এবং বিহার ও ঝাড়খন্ডে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -