West Bengal Weather : তীব্র গরমে পুড়ছে বাংলা ! জেলায় জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে উঠতে পারে পারদ!

বাংলা নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি।

West Bengal Weather : তীব্র গরমে পুড়ছে বাংলা ! জেলায় জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে উঠতে পারে পারদ!

1/9
চৈত্রের শেষে পুড়ছে বাংলা। নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা। বসন্তদিনের নিঃশ্বাসেই যদি এই অবস্থা হয়, তাহলে গ্রীষ্মের দহন দিনে কী হবে!
2/9
আবহাওয়া দফতর জানিয়েছে, মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও রীতিমতো তাপদাহে পুড়বে বাংলা! দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরমের স্পেল।
3/9
বাংলা নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি।
4/9
শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান। তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ।
5/9
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১১ থেকে ১৫ এপ্রিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সোমবারের পর রাজ্য়ের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা থাকতে পারে।
6/9
নববর্ষের আগে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম।
7/9
শনিবার থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।
8/9
ইতিমধ্য়েই উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি।
9/9
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
Sponsored Links by Taboola