West Bengal Weather : কুয়াশা ঢাকা ভোর, চড়ছে পারদ, ফের নামতে পারে বৃষ্টি, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

Weather Update : সকাল থেকেই ঘিরে রইল কুয়াশা। চারিদির ঠাওরই করা যাচ্ছিল না। আর তার জেরে বিপর্যস্ত হল পরিবহণ।

কুয়াশা ঢাকা ভোর, চড়ছে পারদ, ফের নামতে পারে বৃষ্টি, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

1/8
সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ । শীতের ( Winter Update ) কামড় নেই, আমেজ আছে। আজও কুড়ির নিচে পারদ।
2/8
সকাল থেকেই ঘিরে রইল কুয়াশা। চারিদির ঠাওরই করা যাচ্ছিল না। আর তার জেরে বিপর্যস্ত হল পরিবহণ।
3/8
শনিবার কলকাতার ( Kolkata Weather ) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
4/8
ঘন কুয়াশার জেরে সাগরে বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পরিষেবা ব্যাহত হয়। কাকদ্বীপের লট এইট বা সাগরের কচুবেড়িয়া, কোনও জায়গাতেই ভেসেল পরিষেবা চালু করা যায়নি সকালে।
5/8
ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত হয়। সকালে কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
6/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিভিন্ন জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আগামী সপ্তাহে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পূবালী হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি।
7/8
সকালের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই।
8/8
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে।
Sponsored Links by Taboola