Weather Forecast: নিম্নচাপের জেরে বৃষ্টি দাপট! বাড়ছে গঙ্গার জলস্তর, দুর্যোগের চরম আশঙ্কা এই জেলাগুলিতে!
বৃষ্টির কারণে বাড়বে গঙ্গার জলস্তর, দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার ধারের লকগেটগুলি
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সর্বত্র
1/7
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপ। তার প্রভাবে অঝোরে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
2/7
সকালে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা।
3/7
শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি। কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে।
4/7
বৃষ্টির কারণে বাড়বে গঙ্গার জলস্তর। বেলা ১১টা ৫৫ মিনিটে গঙ্গার জলস্তর হবে সাড়ে ১৬ ফুট অর্থাৎ ৫.০৩ মিটার। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গঙ্গার ধারের লকগেটগুলি বন্ধ থাকবে।
5/7
ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
6/7
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
7/7
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে।
Published at : 08 Jul 2025 09:09 AM (IST)