Weather: আরও ১ সপ্তাহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, লাল সতর্কতা জেলায় জেলায়

Weather Today: দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা

1/8
আগামী আরও ১ সপ্তাহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা।
2/8
দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায় চলবে তীব্র তাপপ্রবাহ।
3/8
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বরং সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহে ক্রমশ বাড়বে পারদ।
4/8
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
5/8
কলকাতাতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামীকাল দ্বিতীয় দফার ভোটের দিন, উত্তরের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ।
6/8
আপাতত দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
7/8
দার্জিলিং বাদে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।
8/8
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪১-এর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।
Sponsored Links by Taboola