Weather: আরও ১ সপ্তাহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, লাল সতর্কতা জেলায় জেলায়
আগামী আরও ১ সপ্তাহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণবঙ্গের ৬ টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায় চলবে তীব্র তাপপ্রবাহ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বরং সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহে ক্রমশ বাড়বে পারদ।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
কলকাতাতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামীকাল দ্বিতীয় দফার ভোটের দিন, উত্তরের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ।
আপাতত দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
দার্জিলিং বাদে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪১-এর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -