Weather Today: শক্তি বাড়িয়ে উপকূলে গভীর নিম্নচাপ, বাড়বে ঝড়ের দাপট তুমুল বৃষ্টি কলকাতা-সহ এই জেলাগুলিতে
বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।
Continues below advertisement
বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা
Continues below advertisement
1/8
সকাল থেকেই প্রবল মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। অন্যদিকে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। আজ সারাদিনই মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আজও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
2/8
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে আজ ও কাল প্রবল বৃষ্টির সতর্কতা জারি। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে।
3/8
ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩০ মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
4/8
মৌসম ভবনের তরফে জানান হয়েছে, অনুকূল পরিস্থিতি তে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী এক দু দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
5/8
আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব স্লো মুভ করবে। এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টির পূর্বাভাস নয় জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে অতিভারী বৃষ্টির আশঙ্কা।
Continues below advertisement
6/8
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
7/8
বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ জেলাতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
8/8
শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
Published at : 29 May 2025 11:08 AM (IST)