West Bengal Weather Update : তৈরি জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় তুমুল দুর্যোগের ইঙ্গিত বঙ্গে?
তুমুল দুর্যোগের ইঙ্গিত বঙ্গে?
1/8
বাংলাদেশ ও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
2/8
এর জেরে স্বাধীনতা দিবসে তো বটেই, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
4/8
কলকাতায় দু’-এক পশলা বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ১৫ অগাস্টের পর বাড়বে বৃষ্টির পরিমাণ।
5/8
উত্তরবঙ্গে সোমবারও ওপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা । ১৫ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
6/8
সোমবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।
7/8
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।
8/8
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক
Published at : 14 Aug 2023 04:36 PM (IST)