West Bengal Weather Update : বর্ষায় বৃষ্টি বাড়বে না, বরং যাবে কমে ! রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন?
বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে ভিজেছে শহর। সন্ধে থেকেই শহরে নেমেছিল বিক্ষিপ্ত বৃষ্টি। সবার মনে আশা, যাক বর্ষা তাহলে এল। না বর্ষা আসেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে এখন যে বৃষ্টি চলছে, তা প্রাক বর্ষার বৃষ্টি।
এই প্রাক বর্ষার বৃষ্টি চলবে কলকাতাতে শুক্রবারও । বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে কলকাতা। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই বলাই যায়, দুয়ারে কড়া নাড়ছে বর্ষা ।
শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
ইতিমধ্যেই কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে। মেঘলা আকাশ দিনভর থাকবে শুক্রবারও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার।
শনিবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আবহাওয়া দফতরের আশঙ্কা, রবিবার থেকে বৃষ্টি বাড়ার বদলে কমে যাবে।
৩১ শে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে। এবার তার দক্ষিণবঙ্গে ঢুকে পড়া সময়ের অপেক্ষামাত্র।
শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে প্রবল ভাবে । সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
বর্ষার অনুকূল পরিস্থিতি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। বরং বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -