Weather Update : তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
উত্তরের আকাশ থেকে সিঁদুরে মেঘ সরছে না। উত্তরের অবস্থা ভয়াবহ। পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেল্লি, রাবিঝোরা, লিখুভির, ২৯ মাইল, সেলফি দারা-সহ জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। বিভিন্ন জায়গায় ধস নেমে রাস্তার অবস্থা হয়েছে বেহাল। এবার কয়েকদিনের জন্য বন্ধ করা দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক।
আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা না থাকলেও, উত্তরের আকাশ থেকে সিঁদুরে মেঘ সরছে না। এরই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়ে রাখল আবহাওয়া দফতর।
কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। টানা বৃষ্টির সম্ভাবনা আজ নেই।
রাজ্যে বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণ বঙ্গেও। সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
বাংলায় বর্ষা এসেছিল ৮ দিন আগে । তবে আটকে ছিল উত্তরবঙ্গেই । এবার দক্ষিণবঙ্গেও বর্ষার প্রভাব ভালভাবে শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -