Weather Update: শীতের আমেজে সাময়িক বিরতি ! ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

পূর্বাভাস মেনেই গতকাল রাতে হালকা বৃষ্টি নেমেছিল কলকাতায়। এদিন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা ! হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া ,হুগলি উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল কুয়াশার সতর্কতা।কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।
দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা। স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা।
উত্তরবঙ্গে শনিবার হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে, দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়।
সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস।
শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা; কোথাও খুব হালকা। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা।
শনিবার ও রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কাল ও পরশু কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতায় পূবালী হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল মেঘলা আকাশ; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -