Cyclone Remal Update : আরও ঘনীভূত গভীর নিম্নচাপ, সাগর থেকে দূরত্ব মোটে ৩৮০ কিলোমিটার, কখন ধাক্কা বঙ্গে?

Cyclone Remal Update: দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। কাল রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পরে রেমাল।

কাল রাতে আছড়ে পড়তে পরে 'রেমাল'

1/8
ফের মে মাস। ফের প্রাক বর্ষায় চোখ রাঙাচ্ছে আরেকটা ঘূর্ণি ঝড়। ফিরবে কি আমফান, ফণী, ইয়াসের স্মৃতি? প্রমাদ গুণছেন বঙ্গের উপকূলবর্তী জেলার মানুষ। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনায়।
2/8
রেমালের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। বেলা ১২ টা অবধি আকাশে কালো মেঘের চিহ্নটুকু নেই ঠিকই, তবে বিকেলের পর থেকেই দেখা যাবে দুর্যোগ-চিহ্ন।
3/8
শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুসারে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল।
4/8
আগামীকালই গভীর নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।
5/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাবে রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি।
6/8
পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
7/8
সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে।
8/8
ল্যান্ডফলের সময় রেমালের গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা।
Sponsored Links by Taboola