Weather Update : আগামী সপ্তাহেই বর্ষা বিদায়, তার আগেই ঘূর্ণাবর্তের প্রভাবে ভাসবে বঙ্গ?

রবিবার দশমী। পুজোর পরই আবহাওয়ার বড় বদলে ইঙ্গিত রয়েছে। ১৩ই অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গর জেলাগুলিতে।

আগামী সপ্তাহেই বর্ষা বিদায়

1/8
ধাপে ধাপে একের জায়গা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। এরই মধ্যে বঙ্গ থেকেও এ বছরের মতো বর্ষা বিদায়ের পূর্বাভাস।
2/8
রবিবার দশমী। পুজোর পরই আবহাওয়ার বড় বদলে ইঙ্গিত রয়েছে। ১৩ই অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গর জেলাগুলিতে।
3/8
বাংলা থেকে বর্ষা বিদায় কবে হবে ? ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিম থেকেও আগামী দুই দিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে। বলে অনুমান আবহবিদদের। ফলে পুজোর পরই আবহাওয়া বদলের বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
4/8
তবে কি বিদায়ের আগে একবার দুর্যোগের কারণ হবে বর্ষা ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?
5/8
জানা যাচ্ছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে।
6/8
এবার প্রশ্ন কতটা প্রভাব বাংলায়? এর অভিমুখ নিম্নচাপ রূপে চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান।
7/8
রবিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
8/8
পুজোর পর লক্ষ্মী পুজো পেরোলেই হিমের পরশ টের পাওয়া যায়। গ্রাম বাংলায় ঝুপ করে শীত নেমে আসে। এখন দেখার কেমন থাকে কলকাতার আবহাওয়া
Sponsored Links by Taboola