Weather Update :তুমুল বৃষ্টিপাত, উথালপাথাল হাওয়া, উত্তাল সমুদ্র, বড় দুর্যোগ আশঙ্কা? বড় আপডেট IMD কলকাতার
কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে ? মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বড় আপডেট IMD কলকাতার
1/8
কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
2/8
মঙ্গলবার সারাদের কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
3/8
কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে ? মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
4/8
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে।
5/8
আইএমডি কলকাতার পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উঁচু উঁচু ঢেউ উঠবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
6/8
এছাড়া মঙ্গলবার উত্তরবঙ্গের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
7/8
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর জল স্তর বেশ কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইবে। আগামী ২৪ থেকে আট চল্লিশ ঘন্টায় নদীর জলস্তর বাড়তে পারে।
8/8
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।
Published at : 15 Jul 2025 03:09 PM (IST)