Weather Today : বাংলাদেশে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে এ-বঙ্গও? রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।

রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

1/9
শহরের ঘুম ভেঙেছে মেঘলা আকাশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2/9
বঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র হবে উত্তাল । মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
3/9
আবহাওয়া দফতর জানাচ্ছে, গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশে স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।
4/9
নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ৪৮ ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে।
5/9
রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে । বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িষার মৎস্যজীবীদের।
6/9
এই কয়েকদিন সমুদ্র উত্তল থাকবে। বঙ্গোপসাগরে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
7/9
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি , কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে।
8/9
শনিবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।
9/9
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
Sponsored Links by Taboola