Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা ! প্লাবিত হতে পারে নিচু এলাকা, মৎস্যজীবীদের জন্য কী বার্তা ?

West Bengal Weather Update Landslide Alert : উত্তরবঙ্গে সতর্কতা জারি, নামতে পারে ধস, কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা ! প্লাবিত হতে পারে নিচু এলাকা, মৎস্যজীবীদের জন্য কী বার্তা ?

1/9
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি। শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুই দিনে। এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
2/9
বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখার ছত্রিশগড়ের উপর দিয়ে রয়েছে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা  ফরিদকোট লুধিয়ানা রোহতক দাতিয়া মান্ডিয়া রাজনন্দন গাঁও এবং জগদলপুর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত।
3/9
 দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে। মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫ ই আগস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। 
4/9
দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ; দুয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হবে।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে।
5/9
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে।
6/9
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরো কমবে। দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে।
7/9
অপরদিকে, আজ সকাল থেকে কাল সকাল অবধি উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
8/9
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা , মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে।
9/9
তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ওপরের পাঁচ জেলায়। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
Sponsored Links by Taboola