Weather Update: ঘন কুয়াশার সতর্কতা, বাড়বে হিমেল হাওয়ার দাপট, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস

West Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে বাংলায় ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

ঘন কুয়াশার সতর্কতা, বাড়বে হিমেল হাওয়ার দাপট, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস

1/10
দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা, বাড়বে শীত।  জানিয়েছে আবহাওয়া দফতর।
2/10
অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ।আজ থেকেই বইবে হিমেল হাওয়া, পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।
3/10
ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)।
4/10
আজ থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
5/10
হাওয়া অফিস জানিয়েছে, শীতের (Winter in West Bengal) প্রথম স্পেল বেশ লম্বা ছিল। তারপর শীত উধাও হয়ে যায়। ঘূর্ণাবর্তের কারণে পিছু হঠে শীত। তবে এবার পট পরিবর্তন।
6/10
নিম্নচাপ থাকার কারণে গাঙ্গেয় উপকূলে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল। সেই কারণেই ভরা পৌষেও তেমন  শীতের দেখা পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।
7/10
বেশ কিছুদিন আকাশে মেঘও দেখা গিয়েছে। ফলে শীতের অনুভূতি তেমন ছিল না। তবে এবার আজ থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
8/10
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট বাড়বে।  পারদ ক্রমশ নামবে। 
9/10
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও।
10/10
বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।
Sponsored Links by Taboola