West Bengal Weather: বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে ? জানাল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শীত গেল-গেল বলে মুষড়ে পড়ার দরকার নেই, বুধবার থেকেই ফের বাংলায় শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণবঙ্গে এই কদিন দিন শুরু হবে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে। পূবালী হাওয়ায় প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে । এর ফলে আজ থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোনও কোনও জেলায়।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। আগামী তিন দিনে আরও কিছুটা তাপমাত্রা বাড়বে।
চলতি সপ্তাহেই ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশাই থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ বজায় থাকবে।
আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে মহানগরীতেও।বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে।
দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে। আগামী দুদিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -