Weather Update: লু-এর সতর্কতার মাঝেই সুখবর, ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্য়ের এই ৮ জেলায় !

West Bengal Weather Update : প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে, আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?

Continues below advertisement

লু-এর সতর্কতার মাঝেই সুখবর, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্য়ের ৮ জেলায় !

Continues below advertisement
1/10
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। পশ্চিমের শুষ্ক গরম হাওয়ার কারণে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে অক্ষরেখা উত্তরবঙ্গে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গে; আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে।
2/10
আগাম বর্ষার অনুমান ভারতের মূল ভূখণ্ডে। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে ভারতের মৌসম ভবন জানিয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ মে।
3/10
ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিক দিনের থেকে ন দিন আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডেও পাঁচ দিন আগে ঘুরতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
4/10
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ শে মে। গত বছর তিন দিন আগে উনিশে মে অন সেট হয়েছিল। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে।
5/10
উত্তরপূর্ব আসামে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।নিম্নচাপ অক্ষরেখার দাপট। বিহার থেকে মনিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা উত্তরবঙ্গ আসাম এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত।
Continues below advertisement
6/10
অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তরপূর্ব আরব সাগর পর্যন্ত। আরো একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও কর্নাটক ওপর দিয়ে বিস্তৃত।
7/10
দক্ষিণবঙ্গে সোমবার তাপপ্রবাহ থাকবে চার জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।
8/10
বুধবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার তাপ প্রবাহ থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
9/10
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের ৫-৬ জেলাতে লু এর মত পরিস্থিতি থাকবে দুপুর বেলায়।
10/10
সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
Sponsored Links by Taboola