Weather Update : মারাত্মক হবে গরম, সহনসীমা ছাড়াবে বঙ্গের তাপপ্রবাহ, আবহাওয়া অফিসের বড় আপডেট
তাপপ্রবাহ থেকে রেহাই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়।
সহনসীমা ছাড়াবে বঙ্গের তাপপ্রবাহ, আবহাওয়া অফিসের বড় আপডেট
1/9
কালবৈশাখীর স্বস্তি নেই। আকাশে মেঘ নেই। বৃষ্টির আশা নেই। কাল থেকে ফের গরম বাড়বে কলকাতায়। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর।
2/9
আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এই ৬টি জেলায়।
3/9
তাপপ্রবাহ থেকে রেহাই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়।
4/9
কলকাতায় এবারের গরম এখনও ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেনি। ১৯৮০ সালের এপ্রিলে ৪১.৭ ডিগ্রিতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা।
5/9
এবার এখনও পর্যন্ত কলকাতায় চল্লিশেই ঘোরাফেরা করছে পারদ-সূচক। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ। বাড়বে গরম। বুধ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যে।
6/9
মঙ্গলবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৭% থেকে ৭৯%।
7/9
কলকাতায় বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার চরমে উঠবে আবহাওয়া। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। তার আগে আজ আংশিক মেঘলা আকাশ। কিছুটা কমবে দিনের তাপমাত্রা।
8/9
উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টির পরিমাণ কমবে। গরম বাড়বে। মালদা ও দুই দিনাজপুর জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এই দুই জেলাতেও।
9/9
উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
Published at : 23 Apr 2024 04:45 PM (IST)