আর দিনকয়েকের অপেক্ষা, তারপরই আবহাওয়ায় বিরাট পরিবর্তন ! ঝমঝমিয়ে বৃষ্টি কোথায় কোথায় ?

Kolkata Weather Today : আবহাওয়া দফতর বলছে, অন্তত আগামী ৭ দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে।

ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা

1/9
মধ্য বৈশাখে কলকাতার গরমের কাছে কার্যত গো-হারা সবাই! মরুদেশ দুবাই হোক বা মরুরাজ্য রাজস্থান, তাপমাত্রায় সবাই পিছনে। ভয়াবহ হচ্ছে কলকাতার গরম।
2/9
কয়েকদিন আগেই ৪৪ বছরে সর্বোচ্চ গরমের রেকর্ড গড়েছে কলকাতা। এপ্রিলে একটানা ৪০-এর ওপরে রয়েছে পারদ।
3/9
আবহাওয়া দফতর বলছে, অন্তত আগামী ৭ দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। এমনকী আরও এক-দু’ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
4/9
কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতেও গরমের স্পেল একই রকম থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
5/9
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া-সহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
6/9
দক্ষিণবঙ্গ পেরিয়ে তাপপ্রবাহ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
7/9
কবে মিলবে এই প্রাণান্তকর গরম থেকে স্বস্তি? চাতকপাখির মতো বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গ।
8/9
প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তাই আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে, ৪ মে পর্যন্ত রাজ্যে কোনরকম বৃষ্টি নেই।
9/9
৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু এর দাপট।
Sponsored Links by Taboola