আর দিনকয়েকের অপেক্ষা, তারপরই আবহাওয়ায় বিরাট পরিবর্তন ! ঝমঝমিয়ে বৃষ্টি কোথায় কোথায় ?
মধ্য বৈশাখে কলকাতার গরমের কাছে কার্যত গো-হারা সবাই! মরুদেশ দুবাই হোক বা মরুরাজ্য রাজস্থান, তাপমাত্রায় সবাই পিছনে। ভয়াবহ হচ্ছে কলকাতার গরম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকদিন আগেই ৪৪ বছরে সর্বোচ্চ গরমের রেকর্ড গড়েছে কলকাতা। এপ্রিলে একটানা ৪০-এর ওপরে রয়েছে পারদ।
আবহাওয়া দফতর বলছে, অন্তত আগামী ৭ দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। এমনকী আরও এক-দু’ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতেও গরমের স্পেল একই রকম থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া-সহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গ পেরিয়ে তাপপ্রবাহ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
কবে মিলবে এই প্রাণান্তকর গরম থেকে স্বস্তি? চাতকপাখির মতো বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গ।
প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তাই আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে, ৪ মে পর্যন্ত রাজ্যে কোনরকম বৃষ্টি নেই।
৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু এর দাপট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -