West Bengal Weather Update : নিমেষেই আকাশ হবে কালো, তারপর নামবে ঝমঝমিয়ে, বুধের সকাল এই জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস
আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুসারে, মৌসম ভবনের তরফে বলা হয়েছে, রাজ্যের পশ্চিমী জেলাগুলিতে কাল সকাল ৮.৩০টা পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
এই জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস
1/8
ধেয়ে আসছে দুর্যোগ। বিকেল থেকে সন্ধে গড়াতেই জেলায় জেলায় ঘনাবে বর্ষণের মেঘ। তারপর নামতে পারে ঝেঁপে বৃষ্টি ।
2/8
কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির মেঘের আনাগোনা। বৃষ্টিও হচ্ছে ঝেঁপে ঝেঁপে। তবে একটানা কোথাও বৃষ্টি হচ্ছে না।
3/8
আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুসারে, মৌসম ভবনের তরফে বলা হয়েছে, রাজ্যের পশ্চিমী জেলাগুলিতে কাল সকাল ৮.৩০টা পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
4/8
বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি এবং বাজ পড়ার সম্ভাবনা রয়েছে।
5/8
মঙ্গলবার উপকূলের ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কাল বুধবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/8
উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
7/8
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।
8/8
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
Published at : 27 Feb 2024 04:15 PM (IST)