West Bengal Rain: পুজোর আগেও দুর্যোগের শেষ নেই ! শনি-রবি তুমুল বৃষ্টির আভাস দিল আবহাওয়া দফতর

এখনও বঙ্গের আকাশ জুড়ে বর্ষণের ( Monsoon ) কালো মেঘ। বর্ষা বিদায় পর্ব কবে শুরু?

শনি-রবি তুমুল বৃষ্টির আভাস

1/7
দূর্গাপুজোর ( Durga Puja 2023 ) আর ২২ দিন বাকি। আর এই সময় সকলের আকুল চোখ খোঁজে নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ।
2/7
এখনও বঙ্গের আকাশ জুড়ে বর্ষণের ( Monsoon ) কালো মেঘ। বর্ষা বিদায় পর্ব এখনও শুরু হয়নি রাজ্য থেকে। এরই মধ্যে মন খারাপের খবর। পুজোর আগে এই উইকএন্ডেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি।
3/7
আবহাওয়া দফতরের ( West Bengal Weather Update ) পূর্বাভাস, শুক্রবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে।
4/7
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে।
5/7
দেশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে।
6/7
হিসেব অনুসারে, বাংলা থেকে বর্ষা বিদায় হতে হতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। ফলে পুজোর শপিং মাটি হতে পারে।
7/7
শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
Sponsored Links by Taboola