Weather Update: ছ্যাঁকা দেওয়া গরমের মধ্যেও বৃষ্টির সঙ্কেত, ঝড়-বৃষ্টিতে ভিজবে এই ক'টি জেলা
দক্ষিণবঙ্গজুড়ে চলছে প্রচণ্ড গরম। আগামী দুদিনে স্বস্তির কোনও সঙ্কেত তো নেই-ই, বরং আগামী কয়েকদিনে গরম বাড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষত বাংলার পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বীরভূম , পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও অস্বস্তি চরমে।
আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইবার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে।
রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে কলকাতা শহরবাসীও। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধের দিকে। তাপমাত্রা আরো বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -