Weather Update : ভয়ঙ্কর সমুদ্র, বিধ্বংসী ঢেউ, প্রস্তুত আয়লা সেন্টার, চরম দুর্যোগের শঙ্কা কোথায় কোথায়?

Kolkata Weather Update : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

প্রস্তুত আয়লা সেন্টার, চরম দুর্যোগের শঙ্কা কোথায় কোথায়?

1/8
নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকল উত্তরবঙ্গে। আর গভীর নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের মাথায় দুর্যোগের সিঁদুরে মেঘ। জেলায় তৈরি রাখা হয়েছে আয়লা সেন্টার। প্রশাসন সূত্রে খবর, জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
2/8
সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু এলাকায় বেহাল বাঁধের ওপর দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলির অবস্থা আশঙ্কাজনক।
3/8
নিম্নচাপের বৃষ্টিতে প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায়। এবার কী হবে? আতঙ্কে এলাকার বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে নদী বাঁধ মেরামতির কাজ।
4/8
ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। বিধ্বংসী চেহারা নিয়ে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। নেমেছে মুষলধারায় বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মাটির বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে জল।
5/8
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
6/8
দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। বইছে দমকা বাতাস। জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে। শুক্রবার আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা।
7/8
শুক্রবার সকাল থেকেই শহরের আকাশে কৃষ্ণ মেঘ। কলকাতা সহ বাকি জেলাতে শুক্রবার ভারী বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
8/8
উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গেও বর্ষা আগে আগে আসবে বলে মনে করছেন আবহবিদরা।
Sponsored Links by Taboola