West Bengal Weather: বৃষ্টি থামার নামই নেই ! রাত থেকে চলছে দুর্যোগ, আর কতদিন দুর্ভোগ চলবে ?

Weather Update: আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও কখনও আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। 

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা শক্তির জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। তবে সন্ধের পর থেকে কিছুটা কমতে পারে বৃষ্টি। 
2/10
ছবি সূত্র- পিক্সেলস প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ - এই তিন জেলাতে। শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
3/10
ছবি সূত্র- পিক্সেলস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকবে। আর তাই বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 
4/10
ছবি সূত্র- পিক্সেলস দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়। 
5/10
ছবি সূত্র- পিক্সেলস আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। 
6/10
ছবি সূত্র- পিক্সেলস শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। তবে ওইদিন থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবয়াহয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কখনও মেঘমুক্ত পরিষ্কার আকাশ, কখনও বা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক জায়গায় কয়েক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। পরের সপ্তাহে সোম-মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 
7/10
ছবি সূত্র- পিক্সেলস আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। 
8/10
ছবি সূত্র- পিক্সেলস আজ দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। 
10/10
ছবি সূত্র- পিক্সেলস শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরের উপরের দিকের পাঁচ জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 
Sponsored Links by Taboola