Bengal Weather Update: কুয়াশা দিয়ে দিনের শুরু, কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া দুই বঙ্গে ?

কুয়াশা দিয়ে দিনের শুরু, কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

1/10
সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ ।
2/10
শীতের কামড় নেই, আমেজ আছে। শীতের আমেজ থাকলেও  চিন্তা একটাই, আর কতদিন এই আমেজ থাকবে ? এনিয়ে 'নানা মুনি না মত'।তবে যাবতীয় ধোঁয়াশায় যবনিকা টানল হাওয়া অফিস।
3/10
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি।
4/10
উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন।
5/10
তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর।
6/10
তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। তারপর ফের শীতের আমেজ ফিরে আসে।
7/10
কিন্তু কথা হচ্ছে এভাবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের যাতায়াত আর কতদিন ? হাওয়া অফিস জানিয়েছে, কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী।  
8/10
যদিও পূর্বাভাস অনুযায়ী, এবছর আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম এরাজ্যে।
9/10
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আজও খুব একটা বড় পরিবর্তন নেই।
10/10
বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে  উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টি হলেও  সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Sponsored Links by Taboola