Bengal Weather Update: কুয়াশা দিয়ে দিনের শুরু, কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের কামড় নেই, আমেজ আছে। শীতের আমেজ থাকলেও চিন্তা একটাই, আর কতদিন এই আমেজ থাকবে ? এনিয়ে 'নানা মুনি না মত'।তবে যাবতীয় ধোঁয়াশায় যবনিকা টানল হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি।
উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন।
তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর।
তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। তারপর ফের শীতের আমেজ ফিরে আসে।
কিন্তু কথা হচ্ছে এভাবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের যাতায়াত আর কতদিন ? হাওয়া অফিস জানিয়েছে, কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী।
যদিও পূর্বাভাস অনুযায়ী, এবছর আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম এরাজ্যে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আজও খুব একটা বড় পরিবর্তন নেই।
বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টি হলেও সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -