Weather Update : উথাল-পাথাল হাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতায় আজও কালবৈশাখী?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।
কলকাতায় আজও কালবৈশাখী?
1/8
চৈত্রের শেষ দিনে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। রাতের দিকে শহরে এলোপাথারি হাওয়া দিয়েছে।
2/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
3/8
সেই সঙ্গে বুধবারও ফের ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে।
4/8
উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
5/8
মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে, তবে পরিমাণ কমবে। ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টি হতে পারে।
6/8
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া--এই ৭ জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7/8
আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, উত্তরবঙ্গে সোমের থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
8/8
হালকা হলেও আজ কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রার হেরফের হবে না। বেলা গড়ালে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
Published at : 15 Apr 2025 09:32 AM (IST)