Weather Update : শেষ হবে প্রতীক্ষা, বৃহস্পতি থেকে শনি তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ দুর্যোগ কোথায় কোথায়
Kolkata Weather Report : বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৫ জেলায়। দক্ষিণ বঙ্গেও স্বস্তির বৃষ্টি কোথায় কোথায় ?
কলকাতার আবহাওয়া
1/8
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। প্লাবিত হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
2/8
টানা বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের জেরে বন্ধ রাখা হয়ছে।
3/8
বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আজ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই।
4/8
বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
5/8
শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।
6/8
উত্তরবঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমতে পারে। বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। বৃৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণও বাড়তে পারে।
7/8
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
8/8
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি বৃষ্টি হতে পারে।
Published at : 10 Jul 2024 08:24 AM (IST)