West Bengal Weather Update: আরও নামবে পারদ, আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?
Kolkata Weather Update: আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে পৌঁছেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Continues below advertisement
ছবি সূত্র- PTI
Continues below advertisement
1/10
আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
2/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগির কম। এর আগে নভেম্বর মাসের শেষদিকে তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
3/10
আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা সামান্য কমবে। বড়সড় কিছু পরিবর্তন দেখা যাবে না তাপমাত্রায়। তবে শীতের আমেজ বজায় থাকবে এই উইকেন্ড পর্যন্ত।
4/10
আগামী কয়েকদিন সকালের দিকে ভাল পরিমাণে শিশির পড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার পরিমাণ তুলনায় বেশি হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা ২-১ জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।
5/10
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হাল্কা কুয়াশা দেখা যাবে। পরে পরিষ্কার হবে আকাশ। দার্জিলিংয়ে ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসের। মালদায় তাপমাত্রা এখন ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে।
Continues below advertisement
6/10
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে এবং রাতে স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হবে সকালের দিকে এবং রাত্রিবেলায়।
7/10
তাপমাত্রা সামান্যই পরিবর্তন হবে আগামী কয়েকদিন। খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। আপাতত দিন পাঁচেক এই একই ধরনের তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
8/10
কলকাতায় পারদ নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতে এখনই তাপমাত্রা পৌঁছেছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এই সপ্তাহে থাকবে স্বাভাবিকের নীচেই। উইকেন্ডের আগেই ফিরেছে আহীতের আমেজ।
9/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯০ শতাংশ।
10/10
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে ভারী কুয়াশার প্রভাব থাকবে। তার ফলে কমবে দৃশ্যমানতা। অতএব সকালে বেরোলে সাবধান থাকা খুবই জরুরি।
Published at : 04 Dec 2025 02:33 PM (IST)