Weather Update: সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল পেরোলেই রোদের তাপে বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়াচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঝে বৃষ্টি হলেও লাফিয়ে বেড়েছে আর্দ্রতা (Humidity)। চড়েছে পারদও। বলাইবাহুল্য মার্চের (March) শেষে অস্বস্তি অনেকটাই বেড়েছে।
আজও শহরের তাপমাত্রা (Temparature) খুব একটা কম নয়। ঠিক এমনই সময়েই তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের ।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হবে।
পশ্চিমের পাঁচ জেলা থেকে সমস্ত দক্ষিণবঙ্গে ছড়াবে এই তাপপ্রবাহ। ৬ তারিখ বা শনিবার থেকে কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা আছে।
আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকতে পারে বেশ কয়েকটি জেলায়। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্তত ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের
যদিও এরই মধ্যে কিছুটা স্বস্তি মিলবে। শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রোজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -