Exit Poll 2024
(Source: Poll of Polls)
Weather Update: উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, আজ কত তাপমাত্রা কলকাতায় ?
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে।
বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। যদিও অঘ্রাণের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া ? জানিয়ে দিল হাওয়া অফিস।
আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সামান্য ওঠা নামা করতে পারে পারদ। রাজ্যজুড়েই শীতের আমেজ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জেলায় মাঝারি কুয়াশা। দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে।
আগামীকাল বৃহস্পতিবার ২১ নভেম্বর এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ থাকবে। ২৩ নভেম্বর শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই সিস্টেমটি এরপরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল।
সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে।
বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারদ পতন বেশ কিছুটা হয়েছে। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নিচে নেমে গেছে পারদ।
IMD সূত্রে খবর, এদিন কলকাতায় ১০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়ার্স মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তবে আগামীকাল কলকাতায় ১০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্সের মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -