Weather Update: এই তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
সিকিমে যখন প্রবল বর্ষণে ধস নেমেছে, ঠিক তখনই চরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশ। তবে মঙ্গলবার অবধি কলকাতাতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই আগেই জানিয়েছে হাওয়া অফিস।
কবে হবে বৃষ্টি ? দিন গুণছে দক্ষিণবঙ্গবাসী। কেরলে বর্ষা ঢোকার পর আশা ছিল, জুনের দ্বিতীয় সপ্তাহেই স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। কিন্তু সে গুড়ে বালি।
তীব্র তাপপ্রবাহের মুখোমুখি দক্ষিণবঙ্গবাসী। ঠিক এমন সময়েই আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা। এবার দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে দেরি হচ্ছে।
এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি একইভাবে বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন অস্বস্তি কমছে না দক্ষিণবঙ্গে।
গাঙ্গেয় এবং উপকূলবর্তী জেলাগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি একই থাকছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা।১৪ থেকে ১৬ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কমবে তাপমাত্রা।
মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -