Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: দুর্যোগের ইঙ্গিত কি আজ থেকেই ? জানাল আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। রবিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝড়-বৃষ্টির আশঙ্কা আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কয়েকটি জেলায়।
শনিবার পরিষ্কার আকাশ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া।
দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও ।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
বৃষ্টি হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গও।
আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে । সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আপাতত পরিস্কার আকাশ। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।
রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -